পদ্মসেতুতে ধাক্কা দেওয়া ফেরির মাস্টারকে সাময়িক বরখাস্ত

নির্মাণাধীন পদ্মাসেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরি শাহজালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রমানকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে তাকে বরখাস্তের আদেশ জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

জারিকৃত আদেশে বলা হয়, মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ‘ফেরি শাহজালাল’ সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের দিকে আসার সময় রো রো ফেরি শাহজালালের সাথে ধাক্কা লাগে পদ্মসেতুর ১৭ নাম্বার পিলারের। এতে ফেরির অর্ধ শতাধিক যাত্রী আহত হলেও পিলারের কোনো ক্ষতি হয়নি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর