খালেদা জিয়ার জ্বর কমেছে

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছিলেন। তবে আজ তার জ্বর কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।

এর আগে ঈদের দিন রাতে দলের মহাসচিব মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটিরর সদস্যবৃন্দ গুলশানে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে যান। সেখানে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর বের হয় গণমাধ্যমকে মির্জা ফখরুল জানান, গত ১৯ জুলাই টিকা নেবার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।

প্রসঙ্গত, সোমবার (১৯ জুলাই) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন বিএনপি চেয়ারপারসন। টিকা নেয়ার পর তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর