মুসলিম বিশ্বের সংকট: ইরান ও তুরস্ক এক হয়ে কাজ করবে

মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও তুরস্ক বিভিন্ন আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার (২১ জুলাই) ফোনে আলাপের সময় তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগানের কাছে তিনি এমন মন্তব্য প্রকাশ করেন।

রুহানি বলেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি বৃহৎ শক্তি, কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ফোনালাপকালে উভয়ই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আলাপে এরদোয়ান দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট রুহানি গত আট বছর ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন। সূত্র: প্রেস টিভি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর