আজ বসতে পারে পদ্মা সেতুর ১৪তম স্প্যান

ডেস্ক রিপোর্ট: আবহাওয়া অনুকূলে না থাকায় বৃহস্পতিবার (২৭ জুন) বসানো যায়নি পদ্মা সেতুর ১৪তম স্প্যান। অনুকূল পরিবেশে শুক্রবার (২৮ জুন) ড্রেজিং করে আরেক দফা চেষ্টা চালানো হবে স্প্যানটি বসানোর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ১৪তম স্প্যান নিয়ে মাওয়ার ইয়ার্ড থেকে রওয়ানা হওয়ার কথা ছিল ভাসমান ক্রেন। তবে ওইদিন সকাল থেকে বৃষ্টি হওয়ায় সেটি নিয়ে যাওয়ার কাজ শুরু করা যায়নি।

এরপর স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হলেও নদীর তলদেশে ৩০ থেকে ৪৫ মিটার পলি জমি থাকায় ক্রেনটিকে এগিয়ে নেয়া সম্ভব হয়নি।

আজ ড্রেজিং করে পলি সরিয়ে স্প্যানটি ১৫ ও ১৬ নম্বর পিলারের ওপর বসানোর চেষ্টা করা হবে। অনুকূল পরিবেশে এ স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে ২ হাজার ১০০ মিটার পদ্মা সেতু।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর