ক্ষমা চাইলেন ডুমিনি

বরাবরের মত এবারো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসর শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের শুরুর দিকে হট ফেবারিটও ছিল দলটি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরুর পর দক্ষিণ আফ্রিকার মুকুটে সাফল্যের পালকের আর দেখা মিলেনি বললেই চলে।

বিশ্বকাপের শুরু থেকে ব্যর্থতা প্রোটিয়া শিবিরে।সেখান থেকে আর বের হাতে পারেননি ডু প্লেসিস বাহিনী।এখনও দুটি ম্যাচ বাকি আছে দক্ষিণ আফ্রিকার, তা তাই শুধুই আনুষ্ঠানিকতার। বড় একটি অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির ক্রিকেটাররা নিজেরাও ভুগছেন অনুশোচনায়। দলের তারকা ক্রিকেটার জেপি ডুমিনি তাই ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে।

সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে এসেছিলেন ডুমিনি। আনুষ্ঠানিক সেই আলাপচারিতায় এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘সমর্থকদের স্বপ্ন পূরণ করতে পারিনি বলে আমরা সবার কাছে ক্ষমা চাইছি।’

ক্ষমা চেয়েও ক্ষান্ত হননি। জানিয়েছেন, দেশের হয়ে ভালো কিছু করতে না পারা তাদের জন্য লজ্জার। ডুমিনি বলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করা সবসময়ই গর্বের ব্যাপার, ৫০-৬০ মিলিয়ন মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে হয়। এটা গর্বের মুহূর্ত। সেই অবস্থায় আপনি যখন এমন পারফরম্যান্স করবেন, আপনি খুবই লজ্জিত বোধ করবেন।’

বিশ্বকাপের পরই ডুমিনি অবসর নেবেন একদিনের ক্রিকেট থেকে। তবে তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকার এই দলটির ঘুরে দাঁড়াবে। তার ভাষ্য, ‘আমাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক। কেন হয়েছে তা বের করা আমার পক্ষে অসম্ভব। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছিলাম। মানসিকভাবেও ঠিক ছিলাম। এই দলটির উপরই আমি বিশ্বাস রাখছি। আশা করি দক্ষিণ আফ্রিকা আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর