অমানবিক দৃশ্য: বাসের লকারে করে ছাগল পরিবহন করছেন বেপারিরা!

আসন্ন ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বেশ জমে উঠেছে কোরবানির পশু কেনা-বেচার হাট। স্বাস্থ্যবিধি মানার শর্তে হাট বসানোর নির্দেশ দিলেও তা পাওয়া যাচ্ছে না। ট্রেনে করে সরকারের অনুমোদন নিয়ে বিশেষভাবে গরু পরিবহন করার পর এবার অভিযোগ উঠেছে বাসের লকারে করে ছাগল পরিবহন।

সিলেটের কদমতলী বাসস্ট্যাণ্ডে বৃহস্পতিবার (১৫ জুলাই) এই অমানবিক দৃশ্যের দেখা মিলে। অভিনব কায়দায় নিরীহ পশু পরিবহন নিয়ে সমালোচনাও সৃষ্টি হয়েছে।

জানা যায়, জামালপুর থেকে এই উপায় ছাগলগুলোকে হাটে আনা হয়েছে। অল্প খরচে বেশি লাভের আশায় এই অপকর্ম করা হচ্ছে।

এভাবে আনলে ছাগলের কষ্টের বিষয়ে জানতে চাইলে বিক্রেতারা জানান, এছাড়া কিছু করার নেই। করোনার দোহাই দিয়ে তারা বলেন, করোনায় ব্যবসায় মন্দা। আমরা খরচ বাঁচাতে এই উপায় অবলম্বন করেছি।

তবে এভাবে শ্বাসরোধ হয়ে ছাগলে মারা যেতে পারে জানালে তারা বলেন, বাস স্টপিজ দিলে লকারের ডাকনা খুলে হাওয়া খাওয়াই। মরবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর