প্রথম ওয়ানডেতে অনিশ্চিত মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলা হচ্ছে না দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের।

বেশ কিছু ধরেই ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন মুস্তাফিজ। জিম্বাবুয়ে একাদশে বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। ৫ বল করেই মাঠ ছেড়েছিলেন তিনি।

এবার জানা গেল, প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না মুস্তাফিজ। ইনজুরি থেকে সুস্থ হতে অন্তত ৩-৪ দিন বিশ্রামে থাকতে হবে মুস্তাফিজকে। আর তাই তাকে ছাড়াই প্রথম ওয়ানডেতে নামবে টাইগাররা।

তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে। মুস্তাফিজের পাশাপাশি রুবেলকেও পাবে না বাংলাদেশ। ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। এদিকে পারিবারিক কারণে দেশে ফিরছেন মুশফিকুর রহিম।

মুস্তাফিজ না থাকায় একাদশে দেখা যাবে শরিফুল ইসলামকে। তার সঙ্গে পেস বিভাগ সামলাবেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর