স্বপ্নের ঠিকানা হিসেবে ঘর-বাড়ি পেয়ে গৃহহীনদের চোখেমুখে এক টুকরো আনন্দের ঝিলিক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের ঠিকানা হিসেবে ঘর-বাড়ি পেয়ে গৃহহীন ও ভূমিহীনদের মুখে হাসি ফুটেছে।  কিছুদিন আগেও যারা গৃহহীন ও ভূমিহীন ছিলেন তারা আজ নিজের নামে জমিসহ বাড়ি পেয়ে আনন্দে উল্লসিত।

‘কয়েকশ’ পরিবারের মত এরকমই একজন গৃহহীন এবং স্বামীহীন ফাতেমা বেগম। সেও উপহার হিসেবে ঘর পেয়ে খুব আনন্দিত।  দীর্ঘদিন হয় তার স্বামী তাকে ছেড়ে আর একজনকে বিয়ে করে,তারপর থেকে ফাতেমার কোন খোঁজ খবর রাখে না, বাপেরও জমিজমা নাই। সব কিছু মিলিয়ে কোন রকম বেঁচে আছেন তিনি।

ফাতেমা আরও বলেন, প্রধানমন্ত্রী আমারে এট্টা ঘর দিছে, দুই শতক জমি দিছে, মাথা গুজার একটা ঠাঁই পেয়েছি, আমি ভীষণ খুশি, আমি জীবনেও ভাবি নাই আমার একটা ঘর হবে। কথাগুলো বলতে বলতেই ফাতেমা আনন্দের কান্নায় ভেঙ্গে পরেন।

এমনি আরও শত শত পরিবার আছে, যাদের মনের মধ্যেও রয়েছে হাজারো কষ্ট, ব্যাথা,বেদনা লুকায়িত অবস্থায়। যার আহাজারি আমরা কেউই শুনতে পাই না।

অবশেষে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই উপহার পেয়ে সবাই ভীষণ খুশি, আনন্দিত এনং উল্লসিত।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর