করোনার টিকা নিচ্ছেন বেগম খালেদা জিয়া

করোনাভাইরাসের টিকা নেবেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ম্যাডাম এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, ম্যাডাম মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল থেকে করোনার টিকা নিবেন। তবে কবে নাগাদ টিকা নিবেন তা এখনও জানা যায় নি। তবে শোনা যাচ্ছে, নিবন্ধন ফরমে উল্লিখিত মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হয়ে থাকে।  এখন পর্যন্ত ওই নাম্বারে কোন এসএমএস পাননি খালেদা জিয়া।

গত মে মাসে একবার করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ দুই মাস চিকিৎসার পর করোনা মুক্ত হয়ে গত মাসের ১৯ জুন রাতে তাঁর বনানীর ভাঁড়া বাসা ফিরোজায় ফিরেন। যদিও তিনি পুরোপুরি সুস্থ ছিলেন না, তবুও ভারতের ডেল্টা ধরণের সংক্রমণ এড়াতে বেগম জিয়াকে তাঁর বাসায় পাঠান হয়।

এছাড়াও তার আর্থ্রাইটিসসহ পুরোনো অনেক রোগের উপযুক্ত চিকিৎসা না হওয়ায় সেগুলোর জটিলতাও দেখা দিচ্ছিল হসপিটালে। জটিলতাগুলো থেকে মুক্তির জন্য বি এন পি দলের সদস্যরা বিদেশে নেওয়ার আবেদন করলেও তা গ্রহণযোগ্যতা পাই নাই।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর