আর টিকার জন্য অপেক্ষা নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন: ইউনিসেফ-ইউনেস্কো

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ মাস যাবৎ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ রয়েছে। স্কুলে যেতে না পারার কারণে শিশু এবং তরুণ জনগোষ্ঠী যে ক্ষতির সম্মুখীন হবে তা হয়তো কখনোই পুষিয়ে নেয়া যাবে না।

তাই ইউনিসেফ-ইউনেস্কো বলেছেন, “আর টিকার জন্য অপেক্ষা নয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন।”

সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় শেখার ক্ষতি, মানসিক সংকট, সহিংসতা ও নির্যাতনের সম্মুখীন হওয়া থেকে শুরু করে স্কুল-ভিত্তিক খাবার ও টিকা না পাওয়া বা সামাজিক দক্ষতার বিকাশ কমে যাওয়া -শিশুদের ক্ষেত্রে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের শিক্ষাগত অর্জন এবং সামাজিক সম্পৃক্ততায় এর প্রভাব পরিলক্ষিত হবে।

সোমবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে বলেন, আজ পর্যন্ত বিশ্বের ১৯টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে ১৫ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করছে। এটা চলতে পারে না। বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং পুনরায় খোলার ক্ষেত্রে সবার আগে থাকা উচিত।

স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত, করোনা সংক্রমণের হার শূন্যের কোঠায় যাওয়ার অপেক্ষায় থাকতে পারে না। যত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায় ততই ভালো। এতে শিক্ষার মান বাড়বে বই কমবে না।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর