১২টি প্লেন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে বেবিচক, ক্রেতা না পেলে কেজি দরে বিক্রি

দীর্ঘদিন ধরে কার্গোতে পড়ে আছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালের ১২ টি প্লেন। তাই বেবিচক সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে নিলামে উঠাবেন। কেউ যদি নিলামে দাম না বলেন তাহলে কেজি দরেই প্লেনগুলো বিক্রি করবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বিমানবন্দরে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের দু’টি, জিএমজি এয়ারলাইন্স ও অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি করে প্লেন দীর্ঘদিন ধরে পড়ে আছে। এদের মধ্যে রিজেন্ট বাদে সবগুলোই ৮ বছর ধরে একই অবস্থায় স্থান দখল করে আছে।

সোমবার (১২ জুলাই) বেবিচক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে যে, মূলত এই জন্য তারা একটি কমিটি গঠন করেছে। বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্লেনগুলোর পার্কিং চার্জ বাবদ প্রায় ৭৫০ কোটি টাকা বকেয়া রয়েছে।

তাই তাঁরা প্লেনগুলোকে নিলামে উঠাতে চায় আর যদি কেউ না নেয় তাহলে কেজি দরে বিক্রি করে দিবেন।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর