কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে চলছে যানবাহন

করনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ১৪ দিনের কঠোর লকডাউন দিলেও কেউই মানছেন না বিধিনিষেধ। প্রথম সপ্তাহে কিছুটা নিয়ম মাফিক চললেও দ্বিতীয়ও সপ্তাহে নিয়মকানুনের বালাই নেই। প্রয়জোনে অপ্রয়েজনে ঘর থেকে বের হচ্ছেন মানুষ। একেক জনের একেক রকম অজুহাত।

যার জন্য রাজধানীর রাস্তায় দেখা দিয়েছে বিভিন্ন গাড়ি, রিক্সা, মোটরসাইকেল ও মানুষের যানযট। সব দোকানপাট বন্ধ রাখার কথা বলা হলেও গলির মধ্যের অধিকাংশ দোকানই খুলতে শুরু করেছে। অবাধে চলছে অলিগলির চায়ের দোকানে আড্ডা।

মাস্ক পড়ছেন না বেশিরভাগ মানুষ। রাস্তার কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগের মত তেমন কড়াকড়ি ভাব নেই। গণপরিবহন না চলার সুবাদে অনেক রিক্সাওালা ভাড়ার অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

রাজধানীর কাওরান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, সার্ক ফোয়ারা গোলচত্ত্বরের চারপাশে অসংখ্য যানবাহন চলাচল করছে। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশকে ব্যস্ত থাকতে দেখা যায়।

এক পর্যায়ে যানজটে পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজিয়ে উল্টোপথে যেতে দেখা যায়।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর