চট্টগ্রামে আরও ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা পাঠাল সিনোফার্মা

আজ সকালে আরও ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা পাঠীয়েছে সিনফার্মা। সিভিল সার্জন টিকাগুলো গ্রহন করেছেন।সিনফার্মা থেকে এর আগে ৯১ হাজার ২০০ ডোজ টিকা এসেছিল।সিভিল সার্জন এর তথ্যমতে,টিকাগুলো ইপি আই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এখান থেকেই বিভিন্ন কেন্দ্রে পাঠান হবে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ৬০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৪ হাজার ২৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৫৭ জন।

এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ১০০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

বার্তা বাজার/এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর