করোনা ইউনিটে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ: সাংবাদিক গ্রেফতার

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ইউনিটে রোগীদের জন্য খাবার বরাদ্দে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (০৯ জুলাই) এই মামলায় গ্রেফতার করা হয়েছে মামলার আসামি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভীর হাসান তনুকে।

এর আগে গত ৫ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিটে রোগীদের খাবারের মান নিয়ে গত সংবাদ প্রকাশ করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক নাদিরুল ইসলাম চপল মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় আরও ৩ সাংবাদিককে।

প্রসঙ্গত, ঠাকুরগাঁ সদর হাসপাতালের করোনা ইউনিটে থাকা রোগীদের প্রতিদিন ৩০০ টাকার খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে মাত্র ৭৮-৮০ টাকার খাবার। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল বেশ কিছুদিন আগে। এই সংবাদের জেরেই সাংবাদিকদের নামে মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর