শেরপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

তারিকুল ইসলাম,জেলা প্রতিনিধি: শেরপুর জেলার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ২৭ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর অডিটরিয়াম টাউন হলে পৌর পরিষদ, সাংবাদিক, টিএলসিসি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন’র সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর রুমান। এসময় স্বাগত বক্তব্য ও বাজেট ঘোষণা করেন, মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বাজেটে ১২৬ কোটি ৭৪ হাজার ৭১৫ টাকা ৬ পয়সা আয় ও ১১৮ কোটি ৯৯ লক্ষ ৮২ হাজার টাকা ব্যয় এবং ৭ কোটি ৯২ হাজার ৭১৫ টাকা ৬ পয়সা উদ্বৃত্ত্ব দেখিয়ে ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট উপস্থিত পৌরবাসীর সম্মুখে ঘোষণা করেন তিনি।
পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের’র সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। এছাড়াও অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট আছাদুজ্জামান মোরাদ, শেরপুর প্রেসক্লাব সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য এডভোকেট রওশন কবীর আলমগীর, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু।
প্রাণবন্ত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডাঃ মামুন জোস, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ তৌহিদুল রহমান বিদ্যুৎ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র-৩ হোসনে আরা নাজমা, কাউন্সিলর আব্দুল মালেক, মোঃ হাবিবুর রহমান, মোঃ রহুল আমীন, মোঃ বাদশা মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হামিদা রহমান, মোছাঃ মাহমুদা ইয়াসমিন ডলি। এছাড়াও পৌর প্রশাসন বিভাগের সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, হিসাব রক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, প্রধান সহকারি মোঃ নূর-ই-আলম চঞ্চল, হিসাব রক্ষক মুহাম্মদ আল হেলাল, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান ঝন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শেরপুর ইয়ুথ্য ক্লাবের সভাপতি জাহিদুল খান সৌরভ, পৌর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর