কানে ইতিহাস গড়লো বাংলাদেশের চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’

কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশ। ফ্রান্সের কান শহরে উৎসবের ৭৪তম আসরের দ্বিতীয় দিনে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

বুধবার বাংলাদেশ সময় শোয়া তিনটায় পালে দে ফেস্টিভাল ভবনের ডেবুসি থিয়েটারে প্রদর্শিত হয় সিনেমাটি। এ সময় প্রদর্শন দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

হলভর্তি দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানিয়েছেন ছবির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের। ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার পাশেই ছিলেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদসহ অন্যান্য কলাকুশলী।

রেহানা মরিয়ম নূর নামে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ছবিটির দ্বিতীয় প্রদর্শনী হবে আজ। আঁ সাত্রে রিগা বিভাগে বিশ্বের নানা দেশের ২০ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতায় অংশ নেবে ‘রেহানা মরিয়ম নূর’।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর