ব্যাটিং করছে ভারত, বড় তারকাকে ছাড়াই নামছে উইন্ডিজ

ঠিক ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে সমান দুইবার বিশ্বকাপজয়ী ভারত-উইন্ডিজের।বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা লড়ায়ে নামবে হোল্ডার-কোহলিরা।তার আগে দুই দলের মধ্যে হয় টস জয়ের লড়াই। সেখানে ক্যারিবীয়ান দলনেতাকে হারিয়ে দিয়েছেন বিরাট কোহলি।টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।

এবারের টুর্নামেন্টে আন্ডারডগ হিসেবে খেলতে নামা ক্যারিবিয়ানরা বর্তমানে রয়েছে অনেকটাই নাজুক অবস্থায়। ৬ ম্যাচে মাত্র একটিতে জয় নিয়ে সাত নম্বরে আছে তারা। ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে হারাতে হবে তাদের। কিন্তু সেই কাজটি যে কতটা কঠিন সেটি ভালোই উপলব্ধি করছে হোল্ডার বাহিনী। কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজেয় দল ভারত। ৫ ম্যাচের ৪টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। আর একটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে।

এমন ম্যাচে ক্যারিবীয়ান শিবিরে এনেছে দুই পরিবর্তন।এভিন লুইসের পরিবর্তে সুনিল অ্যমব্রিস এবং ফ্যাবিয়ান এলিনকে নিয়েছেন নার্সের পরিবর্তে।অন্যদিকে দলের বড় তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ছাড়াই নামছে ওয়েস্ট ইন্ডিজ।ইনজুরির কারনে একাদশে নেই রাসেল। ভারতীয় শিবিরে কোনো পরির্বতন নেই।উইনিং কম্বিনেশন নিয়েই নামছেন কোহলি।

ভারতের একাদশঃ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি , বিজয় শংকর, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, মোহাম্মদ শামী, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ

উইন্ডিজের একাদশঃ ক্রিস গেইল, সুনিল আমব্রিস, শাই হোপ, নিকোলাস পুরন, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার , কার্লোস ব্রাথওয়েয়েট, ফ্যাবিয়ান এলেন, কেমার রোচ, শেলডন কোটরেল, ওশেন থমাস।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর