শেরপুরে জেলা কৃষকদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, জেলা প্রতিনিধি: শেরপুর পৌর শহরের রাজভল্লবপুর এলাকায় জেলা বি এন পির সভাপতি ও সাবেক এম পি মাহমুদুল হক রুবেলে’র বাস ভবনে জেলা কৃষকদলের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার বিকেলে জেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে ও কাউন্সিলর রহুল আমিনের সঞ্চালনায় কয়েক ঘন্টাব্যাপী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব কৃষিবীদ হাসান জাফির তুহিন।

এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য-সচিব এড.নাছির হায়দার প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে জেলা বি এন পির সাবেক যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, সাবেক সহ-সভাপতি রহুল আমীন লাভলু, জেলা বারের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল আলম রাকিব, শেরপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহর বি এন পির আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক মাষ্টার, সদস্য-সচিব আব্দুল লতিফ,থানা বি এন পির যুগ্ন আহ্বায়ক আকরামুজ্জামান রাহাদ,বি এন পি নেতা হাসানুর রেজা জিয়া,জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ, সাধারন সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার,সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু রায়হান রুপন, সেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শওকত, সাধারন সম্পাদক নেয়ামুল হাসান আনন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট কমিটির বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রথম ধাপের আলোচনা শেষে জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত করে ৩ (তিন) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় জেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম আঙ্গুরকে পূণরায় আহ্বায়ক জাহাঙ্গীর আলম’কে যুগ্ন আহ্বায়ক ও শেরপুর পৌর সভার ৩ (তিন) নং ওয়ার্ড কাউন্সিলর শহর বি এন পির নেতা রহুল আমীন কে সদস্য-সচিব করে কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। সেই সাথে আগামী ৭(সাত) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন, পরবর্তী ২(দুই) মাসের মধ্যে সকলের মতামত নিয়ে শক্তিশালী কমিটি গঠন করার জন্য নব-গঠিত কমিটি’কে নির্দেশ প্রদান করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর