সতীর্থদের একটা কথা মনে রাখতে বললেন ফিঞ্চ

ইংল্যান্ডের বিমান ধরার আগে যে কয়টা দল ফেবারিট তকমা নিয়ে বিশ্ব মঞ্চে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া।ময়দানী লড়াইয়ে খেলেছেনও সেই ভাবে।নব শেষ স্বাগতিক দেশ ইংল্যান্ডকে হারিয়ে সতীর্থদের একটি কথা মনে রাখার আহ্বান জানালেন দলনেতা অ্যরন ফিঞ্চ।

ইংললিশদের হারানোর দিন শতরান করে ম্যাচ সেরা অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার চেয়েও বড় কথা, এ বারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। যার প্রতিক্রিয়া হিসেবে ফিঞ্চ বলছেন, ‘সেমিফাইনালে না গেলে কাপ জেতা হবে না। তাই প্রথম ধাপের কাজটা সম্পূর্ণ হল বলে ভাল লাগছে। দল একটা ছন্দে খেলছে। এই গতিতেই এগিয়ে যেতে চাই।’ সঙ্গে যোগ করেন, ‘ইংল্যান্ড ব্যাটে বলে দুর্দান্ত দল। স্টোকস তো নিজের দিনেই একাই বিপক্ষকে শেষ করে দিতে পারে। এদের বিপক্ষে বেহরেনডর্ফ ও মিচেল স্টার্ক দারুণ বল করল। বিশেষ করে বেহরেনডর্ফ। ওর সুইং সামলাতে গিয়ে সমস্যা হয়েছে ইংল্যান্ডের। ওর সঙ্গে পাল্লা দিয়ে বল করেছে কামিন্সও। স্টার্ককে খেলা দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছিল। স্পিনার নেথান লায়নও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

সতীর্থদের একটা স্বরণ করিয়ে দেন ফিঞ্চ।বলেন, ‘মনে রেখ তোমরা পাচঁবারের বিশ্ব চ্যাম্পিয়ন।তাই কেমন খেলতে এটা তোমাদের ভালো জানা।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর