যশোরে প্রতারণার শিকার হয়ে নারীর সংবাদ সম্মেলন

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- যশোরে এক নারী উদ্যোক্তা এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের প্রতারণার শিকার হয়েছে।ওই প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়ে নারী উদ্যোক্তা সুলতানা পারভীন কয়েক লাখ টাকা ক্ষতির শিকার হয়েছেন। তিনি প্রায় পথে বসার উপক্রম হয়েছেন।(বুধবার ২৬শে জুন) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,২০১৮ সালে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের এমডি রয়েল ও ওই প্রতিষ্ঠানের জিএম রাসেল পণ্য দেবার কথা বলে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়।এরপর তারা পণ্য না দিয়ে টালবাহানা শুরু করে।এরপর বহু দেনদরবার করে তারা আড়াই লাখ টাকা ফেরত দেয়।বাকী টাকা ফেরত চাইলে তারা আমাকে হুমকি-ধামকি দিচ্ছে এবং বিপদে ফেলবে বলে শাসাচ্ছে।বর্তমানে তিনি এ ব্যপারে টাকা ফেরতসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর