যশোর চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাস্টার্স পরীক্ষার্থীর মৃত্যু

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:- যশোর চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শারমিন সুলতানা তমা(২৫)নামের এক মাস্টার্স পরীক্ষার্থী নিহত হয়েছে।(বুধবার ২৬শে জুন) বিকেলে যশোর-চৌগাছা সড়কের সলুয়া বাজার এলাকায় মোটরসাইকেল থেকে সিটকে পড়ে ট্রাকের চাপায় নিহত হন তিনি।নিহত শারমিন চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মাসুদুর রহমান মাসুদের স্ত্রী এবং চৌগাছা পৌরসভার চাঁদপুর গ্রামের আশরাফুল ইসলাম মান্নুর মেয়ে।শারমিন দুই কন্যা সন্তানের জননী ছিলেন।নিহতের চাচা তৌহিদুর রহমান

দিপ্ত বলেন,বুধবার দুপুরে শারমিনের মাস্টার্সের চুড়ান্ত পরীক্ষা শুরু হয়।মাস্টার্সের প্রথম দিনের পরীক্ষা শেষে যশোর থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তার স্বামীর সাথে একটি ডিসকভার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেণ।পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের সলুয়া বাজারের সহিদুলের মোটরসাইকেল (গ্যারেজ)দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে সিটকে পড়েন।এসময় চৌগাছার দিক থেকে আসা যশোরগামী (রংপুর-চ-১১-০২৯৬)একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়।এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলে স্থানীয় ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ট্রাকটি ভাংচুর করে।চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান জানান,লাশটি উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।তবে ট্রাকের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর