সিরাজদিখানে উগ্রবাদের বিরুদ্ধে শপথ গ্রহণ

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ‘উগ্রবাদের দিন শেষ সম্প্রীতিতে গড়বো দেশ’ এ শ্লোগানে জনসামবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সরকারি বিক্রমপুর কে.বি ডিগ্রী মহাবিদ্যালয়ের মাঠে, গণস্বাক্ষর অভিযানের আয়োজন ও সম্প্রীতি, মানুষের জন্য ফাউন্ডেনের সহযোগীতায় এ জনসমাবেশ ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সরকারি বিক্রমপুর কে.বি. ডিগ্রী মহাবিদ্যালয়, মালখানগর বিশ^বিদ্যালয় ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালের ইংরেজী বিভাগের অধ্যাপক শফি আহম্মেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুল নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাহাঙ্গীর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সাহলে, সরকারি বিক্রমপুর কে.বি. ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, মালখানগর বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জীবন চক্রবর্তী প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর