আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তার্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো ৭৮তম স্থানে। এবার নতুন সূচকের বাংলাদেশ স্থান ৫৩তম দখল করেছে ।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিউ) আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে (২০২০) ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র সূচকের সর্বেশেষ তথ্য মতে ১০০ স্কোর নিয়ে এই অবস্থানে। এর মধ্যে বাংলাদেশের স্কোর ৮১ দশমিক ২৭ স্কোর পেয়ে ৫৩ তম স্থানে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের পরে পর্যায়ক্রমে ২য় স্থানে যৌথ ভাবে সৌদি আরব ও যুক্তরাজ্য। এই দুই দেশের স্কোর ৯৯ দশমিক ৫৪। ৯৯ দশমিক ৪৮ পয়েন্টে নিয়ে তৃতীয় অবস্থানে আছে এস্তোনিয়া। ভারত আছে ৪ নম্বর অবস্থানে। চীনের অবস্থান ৮ নম্বরে এবং পাকিস্তানের অবস্থান ১৪ নম্বরে।

বাংলাদেশের সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, এটা সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের ধারাবাহিক সক্ষমতারই প্রতিফলন, যা ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে।

বার্তা বাজার/তুহিন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর