২৫ বলে সেঞ্চুরি!

উইল জ্যাকসের মন খারাপ হতেই পারে। রেকর্ড উল্টে দেওয়া সেঞ্চুরি করলেন অথচ ম্যাচটি অফিশিয়াল রেকর্ড বইয়ে লেখা হবে না। তা থাকলে ক্রিকেট ইতিহাসে দুটি পেশাদার দলের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিখতে হতো নতুন করে।

ইংল্যান্ডে এখন চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব। এতে টি-টেন ম্যাচে মাত্র ২৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যাকস। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে এ টর্নেডো ইনিংস খেলার পথে ৬ বলে টানা ৬ ছক্কাও মেরেছেন তিনি। অর্থাৎ ১ ওভারেই মেরেছেন ৬টি ছক্কা।

সম্প্রতি ক্রিকেট মহলে সাড়া ফেলেছে ১০ ওভারের টি-টেন লিগও। তাই নিজেদের প্রাক-মৌসুম প্রস্তুতিটা টি-টেন টুর্নামেন্ট দিয়ে সেরে নিচ্ছে ইংলিশ কাউন্টি দলগুলো। তবে এ ম্যাচগুলো অফিসিয়ালি স্বীকৃত নয়।

উইল জ্যাকসের এই ইনিংসের সুবাদে ১০ ওভারে সারে তোলে ১৭৬/৩। জবাবে ল্যাঙ্কাশায়ার ১০ ওভারে তোলে মাত্র ৮১/৯। এখনও পর্যন্ত মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন জ্যাকস। রান করেছেন ৩০১।

ম্যাচটি যদি সরকারি স্বীকৃতি পেত, তাহলে গেইলের ৩০ বলে শতরানের রেকর্ড ভেঙে দিতে পারতেন এই তরুণ। এরকম একটা ইনিংস খেলার পর জ্যাকস বলেছেন, ‘প্রথম বল থেকেই শট খেলার চেষ্টা করেছি। বল ভালই ব্যাটে আসছিল। এরকম একটা ইনিংস বেশ আনন্দ দিল।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর