অসুস্থ সঙ্গীত শিল্পী কবীর সুমনের ফুসফুসে সংক্রমণ রয়েছে

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক৷ যে কারণে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তার৷

কলকাতার এসএস-কেএম হাসপাতাল সুমনের চিকিৎসা চলছে।

আগের চেয়ে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টে রয়েছেন। শ্বাসকষ্ট, গলা ব্যথার মতো বেশ কিছু সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় ৭৩ বছর বয়সী কবীর সুমনকে৷

হাসপাতালে ভর্তির সময় তার রক্তে অক্সিজেনের মাত্রাও কম ছিল। বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাতেও ভুগছেন তিনি।

সোমবার সাবেক তৃণমূল সংসদ সদস্য ও সংগীতশিল্পীকে দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর