বেতন-ভাতাসহ বিভিন্ন দাবীতে পৗর কর্মকর্তাদের মতবিনিময়

শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর: রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে লক্ষ্মীপুর জেলাধীন পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়রদের নেতা ও লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা আবু তাহের। মঙ্গলবার সকালে পৌর শহরের সোনারবাংলা কমিউনিটি সেন্টারের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর পৌরসভা সার্ভিস ইউনিটের আয়োজনে ও জেলা সভাপতি প্রকৌশলী শামছুদ্দীনের সভাপতিেেত্ব অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল আলীম মোল্যা।

পৌর সভাপতি প্রকৌশলী শাছুল আলমের স লনায় বিশেষ অতিথির বক্তব্যর রাখেন, রামগতি পৌসভা মেয়র এম মেজবাহ উদ্দিন, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটওয়ারী, রায়পুর পৌরসভা মেয়র ইসমাইল হোসেন খোকন। এছাড়া সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চট্রগ্রাম বিভাগীয় নেতা মোজাম্মেল, আবুল কালাম ভূঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, যুগ্ম সম্পাদক মুজাহিদুল তুষার, শাহজাহান কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার, জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন হেলাল, পৌর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ। এসময় জেলার ৪টি পৌর সভার কাউন্সিলরসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ ও ২ জুলাই জেলা প্রেসক্লাবের সামনে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচী, ১৪ জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী ও সমাবেশ বাস্তবায়ন করার উদ্দেশ্যে এবং সকল দাবী আদায়ের লক্ষে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় কর্মকর্তা-কর্মচারীদের সকল যৌক্তিক দাবীকে মৌন সমর্থন দিয়েছেন পৌর মেয়ররা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর