মাগুরায় লাশ নেয়ার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্সচালক

ঢাকা মেডিকেল কলেজ থেকে এক গৃহবধূর লাশ নিয়ে মাগুরায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩১) নামে এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকাল ৮টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন তিনি গোপালগঞ্জ জেলা সদরের বোলতোল গ্রামের নান্নু মিয়ার ছেলে। তিনি খুলনার সৈকত অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন চালক ছিলেন।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার খুলনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ডুমুরিয়ার আবুল গাজীর স্ত্রী নাসিমা বেগম। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তিনি মারা যান।

এ অবস্থায় নিকটাত্মীয়রা ওই গৃহবধূর লাশ নিয়ে খুলনায় ফিরছিলেন। পথে মাগুরার মঘিরঢাল এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল হঠাৎ করেই পাশ থেকে রাস্তার মাঝে চলে আসে।

এ সময় অ্যাম্বুলেন্সচালক আবুল হোসেন ওই মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পর আবুল হোসেন মারা যান।

সদর থানার এসআই লিটন জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা মাগুরা পৌঁছলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর