শেকৃবিতে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও

মাহমুদুর রহমান সোয়েব, শেকৃবি প্রতিনিধিঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. খালেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. মোঃ সুলতান মাহমুদ ভূইয়া। রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেংকিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, যখন আমাদের কিছু ছিল না তখন আমাদের বিশ্ববিদ্যালয় রেংকিংয়ে ছিল। এখন এত এত সুযোগ সুবিধা পাওয়া পরও তালিকায়ও আমাদের অবস্থান নেই। এর কারন হিসেবে তিনি বলেন, হয়তো আমাদের কিছুই হয়নি, এটা আমি বিশ্বাস করি না। এছাড়া তিনি বলেন, হয়তোবা অন্য দেশ আমাদের চেয়ে আরও বেশি এগিয়ে গেছে এ জন্য রেংকিংয়ে আমরা নেই। বিশ্ববিদ্যালয়সমূহের রেংকিংয়ে উপযুক্ত স্থান পেতে ইউজিসি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি জানান।

অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ আরও বলেন, ইউজিসির মূল দায়িত্ব উচ্চ শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। উচ্চ শিক্ষার মান উন্নত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, মানুষ হিসেবে সৎ থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব সম্পাদন করতে হবে। সরকারি অফিস-আদালত, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে সঠিকভাবে, সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে স্বচ্ছতার সাথে কাজ সম্পন্ন করতে পারলেই আমাদের দুর্নীতি বহুলাংশে কমানো সম্ভব। তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে সার্বিক সহযোগিতা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষা পর্যায়ে শুদ্ধাচারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নে চেষ্টা করছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর