বাজারে আসছে উইন্ডোজ ১১, বিনামূল্যে পাবেন যেসব সুবিধা

সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ১০ ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে উইন্ডোজ ১১ আপডেট করতে পারবেন। ব্যবহারকারীর কম্পিউটার যদি উইন্ডোজ ১১ ব্যবহারের উপযোগী হয় তবে কোনো খরচ ছাড়াই ব্যবহারকারী তা আপডেট করতে পারবেন।

উইন্ডোজ ১০ কে সর্বশেষ সংস্করণ বলা হয়ে থাকলেও মাইক্রোসফট নতুন করে জানায়, কিছু ত্রুটি ও ইউজার ইন্টারফেস সুবিধা বাড়াতে উইন্ডোজ ১১ বাজারে আনছে তারা। অ্যাপ স্টোরের আকারও বড় করা হচ্ছে বলেও জানা গেছে।

এতে স্টার্ট মেনু ঢেলে সাজানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। লুক-এন্ড-ফিল এর বেলায় এর আইকনেরও পরিবর্তন আনা হয়েছে। তবে যাবতীয় সুবিধাদি পেতে চাইলে আপনাকে অবশ্যই আপডেট অপশন চালু করে রাখতে হবে।

দেখে নিন এক নজর

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর