বাংলাদেশের বিপক্ষে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে ভারত

একদিকে ধাওয়ানের বিশ্বকাপ মিশন শেষ। অন্যদিকে ভুবনেশ্বর কুমারের চোট বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের সামনে। তবে সুখবর হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেই চোট কাটিয়ে ফিরছেন দলটির সেরা অস্ত্র।

টিম ইন্ডিয়ার বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার ম্যানচেস্টারের ইনডোরের নেটে বল করা শুরু করেছেন ভুবনেশ্বর কুমরা। আশা করা যাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ভুবিকে পাওয়া যাবে গেইল-ব্রাথওয়েটদের বিপক্ষে। এমনকী পরবর্তী বাংলাদেশের বিপক্ষেও দেখা যাবে তাকে।

ইনজুরির কারণে ছিটকে যাওয়ার আগে দারুন বল করেছিলেন ভুবনেশ্বর। আসরে তিনি মোট ৫টি উইকেট শিকার করেন। তবে তার অনুপুস্থিতিতেও আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন ভারতীয় বোলাররা। ভারতের দেওয়া ২২৫ রানের জবাবে যে কারণে আফগানরা করতে পেরেছিলো মাত্র ২১৩ রান। বুঝাই যাচ্ছে, ভুবির উপস্থিতিতে ভারত দল কতটা স্ট্রং হয়ে যাবে।

প্রসঙ্গত, বিশ্বকাপে এখন পর্যন্ত কোন ম্যাচ হারেনি ভারত। দলটির পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর