ফ্লোরিডায় ১২ তলা আবাসিক ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছে বহু মানুষ।

বিবিসির খবরে বলা হয়, উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা তাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাইকে দ্রুত উদ্ধার করার জন্য। এ পর্যন্ত ৩৫ জনকে ধ্বংসস্তুপের মধ্যে থেকে টেনে বের করা সম্ভব হয়েছে।

ভবনটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে ধসের সময় কতজন ছিল ভবনটিতে তা এখনও বলা যাচ্ছে না।

ফ্লোরিডার মিয়ামি কাউন্টি কমিশনার জোস দিয়াজ জানান, ভবনের ৫১ জন বাসিন্দার সবাই জীবিত আছেন কিনা, তা জানার চেষ্টা চলছে। ভবনের পেছনের দিকে সম্ভবত এক-তৃতীয়াংশ বা তারও বেশি সম্পূর্ণভাবে ধসে গেছে।’

জানা যায়, ১৯৮০ সালের মিয়ামির সার্ফসাইড শহরে এই ভবনটি নির্মাণ করা হয়। এবার ভবনটির ১৩০টি ইউনিটের প্রায় অর্ধেক ধসে পড়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর