শেষ আটে উঠার লড়াইয়ে বলিভিয়ার মুখোমুখি উরুগুয়ে

কোপা আমেরিকার শেষ আটে উঠার লড়াইয়ে রাত ৩টায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এদিকে ব্রাজিলের কুইবাতে মুখোমুখি হবে উরুগুয়ে-বলিভিয়া। কোপায় এবার উরুগুয়ের শুরুটা হয়েছে সাদামাটা।

সুয়ারেজ-কাভানিদের নিয়ে গড়া দলটা কোপায় এখনো পর্যন্ত জয়হীন। ২ ম্যাচে এক ড্র ও এক হার নিয়ে আছে টেবিলের চারে। শেষ আটে উঠা নিয়ে তৈরী হয়েছে সংশয়। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই অস্কার তাবারেজের ছেলেদের।

প্রতিপক্ষ বলিভিয়ার অবস্থান তাদের ঠিক পরেই। দুই ম্যাচেই হারের মুখ দেখা বলিভিয়া, উরুগুয়ের সাথে হেড টু হেডেও বেশ পিছিয়ে। মুখোমুখি হওয়া ১৬ ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে লা সেলেস্তেরা। বিপরীতে বলিভিয়ার জয় মাত্র ৩টি। তাই এ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই শেষ আট নিশ্চিত করতে চাইবে সুয়ারেজরা। করোনার কারণে বলিভিয়ার ফরোয়ার্ড মরেনোকে মিস করবে কোচ সেসার ফারিয়াস। তবে উরুগুয়ের টিম ফিট।

আরেক ম্যাচে মুখোমুখি চিলি-প্যারাগুয়ে। ভালো অবস্থানে আছে ২০১৫ ও ১০৬ সালের চ্যাম্পিয়নরা। ২ ড্র ও ১ জয় নিয়ে টেবিল টপার আর্জেন্টিনার পরেই অবস্থান করছে ভিদালরা। তবে পা ফসকালেই নেমে যেতে হবে নিচে। কারণ টেবিলে প্রতিপক্ষ প্যারাগুয়ে আছে তাদের পরেই।

তবে দুদলের মধ্যে ফাইটটা সমানে সমান। মুখোমুখি হওয়া ১৮ ম্যাচের ৭টিতে জয় চিলির আর ৮টিতে জিতেছে প্যারাগুয়ে। ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। এমন পরিসংখ্যানে কোন দলকেই এগিয়ে রাখা যাবে না। তবে কোপায় চিলির পারফরম্যান্স কিছুটা হলেও এগিয়ে রাখবে তাদের। বড় দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে ভারগাসরা। তাই প্যারাগুয়ের বিপক্ষে জয়ের আশা করতেই পারে কোচ মার্টিন লাসার্ত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর