কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী গ্রেফতার

কেরানীগঞ্জে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। বৃহস্প্রতিবার বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হল, মো. আক্তার (১৪), মো. আল আমিন (১৪), মো. তায়েব (১৯) ও আব্দুল আহাদ (১৯)।

র‌্যাব জানায়, বুধবার (২৩ জুন) রাত পুনে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত তিনটি সুইচগিয়ার চাকু, একটি ছোরা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে বলে স্বীকার করেছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর