লকডাউন নয় এবার শাটডাউনের পথে বাংলাদেশ

মহামারি করোনার প্রার্দুভাব বেঁড়ে যাওয়া ও ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার কারণে সারাদেশ কমপক্ষে ১৪ দিন ‘শাটডাউন’র সুপারিশ করেছে করোনায় গঠিত কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি।

বৃহস্পতিবার (২৪ জুন) কমিটির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের ভারতীয় ধরন ছড়িয়ে পড়া ও মোকাবিলা করার জন্য কমপক্ষে ১৪ দিন জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সব কিছু বন্ধ রাখা প্রয়োজন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৮৬৮ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৮৫ জনের।

একই সময়ে নতুন করে আরও ৬ হাজার ৫৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জনের। গতকাল শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর