জম্মু-কাশ্মীর নিয়ে মোদীর বৈঠক অনুষ্ঠিত

বিশেষ মর্যাদা হারানো এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপ দেয়ার প্রায় দুই বছর পর আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাজনৈতিক নেতাদের নিয়ে জম্মু ও কাশ্মীরের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। খবর: এনডিটিভি।

রাজনৈতিক দলগুলো নিয়ে এই বৈঠককে প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিবেচনা করা হচ্ছে।

এই বৈঠকে আমন্ত্রিত ১৪ নেতার মধ্যে জুম্মু ও কাশ্মীরের চারজন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এর মধ্যে তিনজন হলেন, জাতীয় সম্মেলনের নেতা ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি।

এই অঞ্চলের বিশেষ মর্যাদা হারানোর সময় যারা ২০১৯ সালের ৫ আগস্টের পর থেকে ৬ মাস থেকে এক বছর পর্যন্ত জেলে ছিলেন। তবে এই বৈঠকে নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা করা হবেনা বলেও জানা যায়।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনের আগে জুম্মু ও কাশ্মীর নিয়ে এই বৈঠকটি মূলত নির্বাচনের সীমানা নির্ধারণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর