সাতক্ষীরায় কোমর পানিতে দাঁড়িয়ে বেড়িবাঁধের দাবিতে মানবন্ধন

পরিবার নিয়ে সুস্থ ভাবে জীবন যাপনের জন্যটেকসই ভেড়িবাধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা প্লাবিত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা ১১ টায় আশাশুনির প্রতাবনগরের ৫নং ওয়াডে গ্রামীন টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যবসায়ী আব্দুর সাত্তারের সভাপতিত্বে ও শিক্ষার্থী হুজাইফা আল আমিনের সঞ্চালনায় ইউনিয়নের অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, নারী, পুরুষ, শিশু সহ এলাকার সকল শ্রমজীবি মানুষ অংশ নেন।

এসময় কোমর পানিতে দাঁড়িয়ে ভেঙে যাওয়া বাঁধ দ্রুত সংস্কার করা ও স্থায়ীভাবে টেকসই বেড়ীবাঁধ নির্মানের দাবি জানানো হয়।

উল্লেখ্য যে, ঘূর্ণিঝড় আম্ফানে পানি ওভার ফ্লো হয়ে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে নয় মাস জোয়ার ভাটা চলে উপকূলে। বছর ঘুরে আসতে ঘূর্নিঝড় ইয়াসে একই বাঁধে পানি ওভার ফ্লো হয়ে ভেঙে আবারও জোয়ার ভাটা চলে। এতে এলাকার দূভোর্গের শেষ নেই। বসতবাড়ির ভিতরে হাটু পানি। তাই এই দূর্দশা লাঘবে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই বলে মনে করেন স্থানীরা।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর