দিনাজপুরে একদিনে রেকর্ড ৪৮৩ জন করোনায় আক্রান্ত

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যা কিনা জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

বৃহস্পতিবার (২৪ জুন) দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। সে হিসেবে আক্রান্তের হার ৪৮ দশমিক ২০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩১৩ জন রয়েছেন। এছাড়াও হাকিমপুরে ৪৮, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, পার্বতীপুরে ১৬, বীরগঞ্জে ১০, নবাবগঞ্জে ১০, চিরিরবন্দরে নয়, ফুলবাড়ীতে সাত, বিরলে পাঁচ, খানসামায় দুই ও কাহারোল উপজেলায় এক জন রয়েছেন।

জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৮ জনে। চলতি মাসে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর