আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ, জরিমানা গুণলেন মাহমুদউল্লাহ

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের বিপক্ষে কট বিহাইন্ড নিয়ে দেওয়া আম্পায়ারের সিদ্দান্তে অসন্তোষ প্রকাশ করায় এবার জরিমানা গুণতে হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

মাহমুদুল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি অভিযোগ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বৃহস্পতিবার (২৪ জুন) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ডিপিএলের পরিচালনা বিভাগ সিসিডিএম।

বুধবার (২৩ জুন) প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে অলক কাপালির একটি কট বিহাইন্ড নিয়ে বাধে এ ঘটনা। নাসুম আহমেদের বল অলকের ব্যাটে লেগে উইকেটের পেছনে আকবর আলির হাতে তালুবন্দি হয়েছে বলে জোড়ালো আবেদন করেন গাজী গ্রুপের ক্রিকেটাররা।

কিন্তু আম্পায়ার কট বিহাইন্ডের আবেদন নাকচ করে দেন। হতাশ হয়ে শিশুসুলভ আচরণ করেন মাহমুদউল্লাহ। নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন এবং ঘাসে দুই হাত আছড়ে মারার পর মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন।

মাহমুদউল্লাহর এমন আচরণ ভালো ঠেকেনি আম্পায়ারদের কাছে। মাহমুদউল্লাহর এমন কাণ্ড নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন তারা। সেই অভিযোগের ভিত্তিতে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর