বসুরহাটে ১৪৪ ধারা জারি

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলমান থাকবে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর।

ঘটনাসূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন রোকেয়া বেগমের বাসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। একই দিনে একই সময়ে পৌরমেয়র কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ বসুরহাট রূপালী চত্বরে পাল্টা সমাবেশের ডাক দিলে পরিস্থিতি সামলাতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এরমধ্যে পৌরসভার ভেতরে সকল ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ধারা অমান্যকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর