বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বধর্না

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোর শার্শা বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগান কে সামনে নিয়ে বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষা-২০১৯ সালের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(মঙ্গলবার ২৫শে জুন)দুপুরে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমেদের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আনিস উদ্দীন খান,চালিতাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান,বাগআঁচড়া ছিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফসিয়ার রহমান,সাতমাইল মহিলা মাদরাসার অধ্যক্ষ মহাসীন কবির,শিক্ষক সাংবাদিক আলহাজ্ব রবিউল হোসেন,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মন্ডল,ডাঃ সাখায়াত হোসেন,শিক্ষক বজলুর রহমান,রেজাউল করিম,বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুর নবী,বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আল মামুন জোবায়ের,শিক্ষক মনির উদ্দীন,শরীফুল ইসলাম,রাকিব হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা,কৃতি শিক্ষার্থী সহ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা।

আলোচনা সভা শেষে ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় ১৫ জন ও এসএসসি পরীক্ষায় ১৬জন জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী কে সম্মানা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর