ইঁদুরের উৎপাতে বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার জেলখানা

ইঁদুরের উৎপাতে কৃষকের ফসল নষ্ট হওয়ার কথা আমরা প্রায় শুনি। এবার ইঁদুরের ভয়াবহ উৎপাতে বন্ধ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার একটি জেলখানা। ইতোমধ্যে কয়েকশ’ বন্দিকে অন্য কারাগারে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কয়েক মাস ধরেই দেশটিতে ইঁদুরের প্রজনন বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।

শতকের পর শতক ধরে ইঁদুরের উপদ্রবে ভুগতে থাকা দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের একটি জেলখানা এবার বন্ধ করে দেয়া হচ্ছে।

অঙ্গরাজ্যটির ওয়েলিংটন সংশোধন কেন্দ্রের ৪০০’র বেশী বন্দী এবং ২০০ কর্মকর্তা-কর্মচারীকে কয়েকদিনের মধ্যে অন্য কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে ইঁদুরের প্রজনন বেড়ে যাওয়ায় জেলখানায় টিকে থাকা সম্ভব না হওয়ায়, পরিস্কার-পরিচ্ছন্ন করতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

দেশটিতে এ বছরে ইঁদুরের উপদ্রবে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা ফসলহানির পাশাপাশি কীটনাশক কিনতে গিয়ে চলে যাচ্ছে অনেক অর্থ, এতে ক্ষতির মুখে তারা।

নিউ সাউথ ওয়েলসের পাশাপাশি কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া অঙ্গরাজ্যেও ইঁদুর অতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর