রাজৈরে শিশুখাদ্য পেল ১’শ পরিবার

মাদারীপুরের রাজৈরে বন্যা, নদী ভাঙ্গনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল একশত পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লাইসিয়াম ভবন থেকে এ খাদ্যগুলো বিতরণ করেন ইউএনও মো. আনিসুজ্জামান ও পিআইও এস.এম মাহবুব হোসেন।

খাদ্য সামগ্রীগুলোর মধ্যে শিশুদের পুষ্টি চাহিদা পূরণের জন্য ১ কেজি সুজি, ১ কেজি চিনি, ২০০ গ্রাম গুঁড়ো দুধ ও ১ কেজি ডালসহ মোট ৬টি আইটেম দেয়া হয়। তবে এসময় শিশুখাদ্য পাওয়ার আশায় শিশুদের নিয়ে ভিড় জমায় আরো কয়েকশো পরিবারের লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান বলেন, বর্তমানে খাদ্য সামগ্রী কম আছে। তাই আপাতত একশত পরিবারকেই দিতে পেরেছি। আগামীতে বরাদ্দ পেলে বাকি সকল অসহায় পরিবারগুলোকে দেওয়ার চেষ্টা করবো।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর