৩ হাজার কোটি টাকার সুকুক বন্ডে সম্মতি পেল বেক্সিমকো

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ডে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের বৈঠকে এ সম্মতি দেয়া হয়।

প্রস্তাবিত গ্রিন সুকুকটি ২ হাজার ২৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ইস্যু করে উত্তোলন করবে। যার মধ্যে ৭৫০ কোটি টাকা বিদ্যামান শেয়ার হোল্ডার এবং ১৫০০ কোটি টাকা শেয়ার হোল্ডার ব্যাতিত অন্য বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করবে।

এছাড়া বাকি ৭৫০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে উত্তোলন করতে অনুমোদন দেয় বিএসইসি। যা ব্যয় হবে বেক্সিমকোর টেক্সটাইল, বেক্সিমকোর সাবসিডিয়ারি ২টি পাওয়ার প্লান্ট ও পরিবেশের উন্নয়নে।

এ বৈঠকে ‘ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেডে’র আইপিও এবং ‘শান্তা ফিক্সড ইনকাম ফান্ডে’র অনুমোদন দেয় কমিশন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর