ভারতকে হারিয়ে প্রথম টেস্ট শিরোপা জিতলো নিউজিল্যান্ড

নাটকীয় রিজার্ভ ডেতে স্বপ্নভগ্ন ভারতের। কোহলিদের ৮ উইকেটে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো নিউজিল্যান্ড।

আগের পাঁচদিনে বারবার বৃষ্টির কারণে ম্যাচ বাধাগ্রস্থ হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় খেলা। ২ উইকেটে ৬৪ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামে ভারত।

কিউই পেসারদের তোপের মুখে একে একে ফিরে যান চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীচন্দ্রন অশ্বীন। ঋশভ পন্তের সর্বোচ্চ ৪১ রানে ভর করে শেষ পর্যন্ত ১৭০ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। টিম সাউদি চার ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন তিন উইকেট।

১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে হারায় নিউজিল্যান্ড। তবে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে জয় এনে দেন কেন উইলিয়ামস ও রস টেইলর। টেলর ৪৭ আর উইলিয়ামসের উইলো থেকে আসে ৫২ রান।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৪৯ ও ভারত ২১৭ রান করে। ফাইনাল সেরা কাইল জেমিসন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর