রাজশাহীতে ৩০ জুন পর্যন্ত লকডাউন

রাজশাহী সিটি করপোরেশনে চলমান ‘সর্বাত্মক লকডাউন’ এর মেয়াদ বৃদ্ধি করে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার প্রার্দুভাব নিয়ন্ত্রণে আনতে চলমান লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া চলমান বিধিনিষেধও আরো এক সপ্তাহ বাড়িয়ে দিয়েছে।

তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ লকডাউনের বাইরে থাকবে। এবং সংবাদকর্মীরা এ লকডাউনের আওতামুক্ত থাকবে।

এছাড়া রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে লকডাউন শুরুর পরদিন ১২ জুন সংক্রমণের হার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। সর্বশেষ ২২ জুন সংক্রমণের হার পাওয়া গেছে ৩৩ দশমিক ০৪ শতাংশ।

লকডাউন শুরুর পরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ১৬ জন পর্যন্ত মারা যাচ্ছেন। এর প্রায় অর্ধেক ব্যক্তির বাড়িই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর