মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাই গ্রেফতার

ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাইয়ের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাকে মাদক পাচার মামলায় গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ২৫ কেজি চরস জব্দ করা হয়েছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জুম্মু কাশ্মীর থেকে পাঞ্জাবে এসব মাদক পাচার করা হচ্ছিল। সেখান থেকে চলে আসতো এগুলো মুম্বাইয়ে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পায় সংস্থাটি। পরে চালানো হয় তল্লাশি। এরপর গ্রেফতার করে জব্দ করা হয় ২৫ কেজি চরস।

প্রসঙ্গত, ইকবাল কাসকরের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা রয়েছে। ২০১৭ সালে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। গতবছর থেকে মুম্বাইয়ে মাদক পাচার সংক্রান্ত বিষয়ে অভিযান চালাচ্ছিল এনসিবি।

জানা যায়, কাসকরকে এর আগেও অনেকবার মাদক সংশ্লিষ্টতার জন্য গ্রেফতার করা হয়েছিল। সূত্র : ইন্ডিয়া টিভি ও আনন্দবাজার পত্রিকা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর