মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করবে রাশিয়া

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চায় রাশিয়া। মঙ্গলবার (২২ জুন) রাজধানী মস্কোতে চলা নিরাপত্তা বিষয়ক সম্মেলনে মিয়ানমারে সেনাপ্রধান মিন অং হ্লাইংকে একথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজেই শোইগু।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রায়া জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান সমঝোতা ও বিশ্বাস অক্ষুন্ন রাখতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরাদারে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

এদিকে মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর মস্কোতে মিন অং হ্লাইয়ের সফরের প্রতিবাদ জানিয়েছে মানবাধিকারকর্মীরা।কয়েক বছর ধরেই মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে অস্ত্র বিক্রি ও সেনাবাহিনীদের প্রশিক্ষণ কর্মসূচি চালিয়ে আসছে রাশিয়া। মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার সম্মুখীনও হয়েছে দেশটি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর