ডিএমপির উত্তরা জোনের উদ্যোগে মাস্ক বিতরণ শুরু

দেশে করোনা (কভিড-১৯) সংকট চলছে প্রায় দেড় বছর ধরে। শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা সংকটময় মুহূর্তে সবার সেবা দিতে এগিয়েছিলেন তাদের মধ্যে পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।

সেই ধারাবাহিকতায় বুধবার (২৩ জুন) সকাল ১১ ঘটিকায় ডিএমপি উত্তরা বিভাগের উদ্যোগে ডিএমপি কমিশনার ও আইজির নির্দেশে বিমানবন্দর রেল পার্কিং এ জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

এসময় উত্তরা পুলিশ বিভাগের সকল উর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন বিমানবন্দর জোনের এডিসি তাপস কুমার দাস, বিমানবন্দর জোনের এসি সাইফ, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ ফরমান আলী ও বিমানবন্দর পুলিশ বক্সের ইনচার্জ মেহেদীসহ আরোও অনেকে।

মাস্ক বিতরণ শেষে পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোঃ সাইফুল ইসলাম বলেন, মানবিক সেবায় পুলিশ বাহিনীকে এগিয়ে আসতে হবে। দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় পুলিশ বাহিনীকে সুনামের সাথে কাজ করতে হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর