শেরপুরে প্রতিপক্ষের লাথিতে পেটের বাচ্চার মৃত্যু

বগুড়ার শেরপুরের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৩ জুন) সকালে ৫ মাসের গর্ভবতী এক গৃহবধূর পেটে লাথি দিয়ে বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে আলাল হোসেন গত মঙ্গলবার সকালে প্রতিবেশী মৃত মোবারক আলীর ছেলে জাবেদ আলীর বাড়ির সামনে কাশেম মাস্টারের ছেলে চান্দু মিয়ার জায়গায় গরুর আবর্জনা ফেলে। এই নিয়ে জাবেদের স্ত্রী রেহেনার সাথে আলালের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় আলালরা উত্তেজিত রেহেনাকে মারপিট করতে থাকে।

খবর পেয়ে পরিবারের লোকজন বাড়ির ভিতর থেকে এগিয়ে আসলে জাবেদ ও তার ছেলে জনিকেও মারপিট করে। এ সময় জনির স্ত্রী ৫ মাসের গর্ভবতী সুলতানা এগিয়ে আসলে তার পেটে লাথি মারলে সে গুরুতর আহত হয়।

পরে লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে সুলতানার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে তার পেটের বাচ্চা মারা যায় বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

এঘটনায় শেরপুর থানায় উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। পেটের বাচ্চা মারা গেছে কিনা তা এখনও জানিনা।

রাশেদুল হক/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর