পরিস্থিতি নাজুক হলে দেশজুড়ে কঠোর লকডাউন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বাড়ছে। করোনার সংক্রমণ রোধে এরই মধ্যে এলাকাভিত্তিক লকডাউন দিয়েছে সরকার। পাশাপাশি ঢাকার সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকার পর সারাদেশেই ছড়িয়ে পড়ছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে সারাদেশে লকডাউনের ব্যাপারে পরিকল্পনা জানালেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপাপত সারাদেশে লকডাউন নয়। পরিস্থিতি যদি নাজুক হয় বা প্রতি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায় তাহলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয় তাহলে শুরুতেই ঢাকায় লকডাউন দেওয়া হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর